প্রোটেক্টিভ ইসলামী লাইফের মৃত্যুদাবি পরিশোধ
প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বীমা গ্রাহক মরহুমা শাহিনা বেগমের মৃত্যুদাবির এক লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।
৯ মে কোম্পানির সালেহ সদন কার্যালয়ে গ্রাহকের নমিনীবৃষ্টি আক্তারের কাছে এই চেক হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন এসএমডি (উন্নয়ন) জাকির হোসেন মেহেদী, এমডি (উন্নয়ন) মাসুদা আক্তার আখিসহ অন্যান্য কর্মকর্তারা।