সফটওয়্যার শপ লিঃ এর সাথে স্ট্রাট্যাজিক পার্টনারশীপ চুক্তি স্বাক্ষর।
সম্প্রতি এস এস এল ওয়্যারলেস ও প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মধ্যে একটি স্ট্রাট্যাজিক পার্টনারশীপ চুক্তি স্বাক্ষরিত হয়। এস এস এল ওয়্যারলেস এবং প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের কর্মকর্তাগণ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তিপত্রে স্বাক্ষর করেন। চুক্তি অনুসারে প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের হয়ে কর্পোরেট এজেন্টের মাধ্যমে বীমা বিপনন করবে এস এস এল ওয়্যারলেস। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস এস এল ওয়্যারলেস এর চিফ অপারেটিং অফিসার- জনাব মো: ইফতেখার আলম ইসহাক, এজিএম এ্যান্ড হেড অব ব্যাংকিং এন্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস- মো: মহিউদ্দিন তৌফিক, ডেপুটি ম্যানেজার, ব্যাংকিং এন্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস- সৈয়দ মাহাবুর রহমান ও প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব ডাঃ কিশোর বিশ্বাস, মোঃ শহিদুল ইসলাম, এএমডি এ্যান্ড সিএফও এবং তাবিন বাশার, ব্যবস্থাপক, গ্রুপ ও ওভারসিজ বিভাগ।